Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতে ২প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:৫১ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঔষুধের দোকানে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে ঔষধ প্রস্তুতকারী ১৯৪০ আইনে ১৮/গ২৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাহহিদুল ইসলাম ঔষধ প্রস্তুতকারী (ভারপ্রাপ্ত ) ঔষধ প্রশাসান ঠাকুরগাঁও এর নেতৃত্বে ভ্রাম্যমান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান, ম্যাজিস্টেট শামসুজ্জামান আরিফ ও অফিস সহকারী মসিউর রহমার উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, মা ও শিশু ফার্মেসীর মালিক মাহাবুব আলমকে ৫ হাজার টাকা এবং রাণীশংকৈল হাসপাতাল গেটে হরিপুর ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন তাদের ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানাসহ সতর্ক করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ