ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির দায়ে দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর ) গনিত পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
অভিযুক্তরা হলেন, পৌর এলাকার নান্দিকাঠি নিবাসী মো. মাইনুল ইসলাম(৩৮) ও বরিশাল উপজেলার মো. মিরাজ হোসেন(২৬)।অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, দুইজন বহিরাগত পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করেছে বলে মর্মে খবর পেয়ে কেন্দ্রে গিয়ে তাদের পাওয়া যায় তাই পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।