বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাত মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা । রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রেশম কারখানার সামনে তারা এ মানববন্ধন শুরু করেন ।
কারখানার শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় শতাধিক শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৫৫০ থেকে ৬০০ টাকা বেতন পান। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে অদ্যাবধি কোনো বেতন পাননি তারা। তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই টাকার অভাবে ধার-দেনা করে খেয়ে না খেয়ে থাকছেন। কিন্তু বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের ঘোরানো হচ্ছে। বিষয়টি নিয়ে তারা বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তবে এতদিনেও মেলেনি বেতন।
এরই প্রতিবাদে রবিবারে তারা রাজশাহী রেশম কারখানার সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।