Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া বিষপানে পাখিভ্যান চালকের আত্মহত্যা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৩:৪০ পিএম

কুষ্টিয়ার মিরপুর বিষপানে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলার শোন্দাহ গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী যুবকের নাম মোঃ মজনু (৩২)।সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দাহ গ্রামের কালিদহ পাড়ার এলাকার মৃত আশরপ আলীর ছেলে।সে পেশায় একজন পাখি ভ্যান চালক ছিলো।

স্থানীয় সুত্রে জানা যায়-প্রতিদিনের ন্যায় আজও মজনু পাখি ভ্যানে যাত্রী নিয়ে গন্তব্যস্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে শোন্দাহ-নফরকান্দি গোরস্থানের কাছে পৌছালে হঠাৎ সে চালকের আসন থেকে পড়ে যায়।এ সময় তার মুখ থেকে বিষের গন্ধসহ মুখ দিয়ে বিষফেনা উঠতে থাকায় স্থানীয় লোকজন তাকে প্রথমে পোড়াদহ চিকিৎসা কেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে,পারিবারিক কলহের কারনেই তার এই বিষপানের ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ