Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলুচিস্তানে বোমা হামলায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১:৩১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলুচিস্তানের বোলান জেলার পানের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য ডন ও আলজাজিরার।

পাকিস্তান রেলওয়ের বেলুচিস্তান প্রদেশের মুখপাত্র মুহাম্মদ কাশিফ দ্য ডন ডটকমকে বলেন, ‘জাফর এক্সপ্রেস ট্রেনটি মাচ এলাকা থেকে পেশোয়ার যাচ্ছিল। পথে ওই এলাকা অতিক্রমের সময় এ বোমা হামলার ঘটনা ঘটে।’
বোলান জেলা প্রশাসক আগা সামিউল্লাহ বলেন, ‘এটি একটি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ। এ হামলায় জাফর এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধাকারী দল গেছে।’
এ ছাড়া এ ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলুচিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ