Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলুচিস্তান নিয়ে নতুন ডেস্ক চালু করেছে ‘র’

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেলুচিস্তানে পাকিস্তানি তৎপরতার তথ্য পেতে এবার বালুচ অপারেশন সেল নামে একটি গোপন দল তৈরি করেছে ভারত। জানা গেছে, এই দলের অন্যতম কাজ হবে উত্তপ্ত বেলুচিস্তানে আন্দোলন দমনের জন্য পাকিস্তান যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে, তার আগাম খবর ভারতীয় গোয়েন্দাদের কাছে পৌঁছে দেয়া। এ লক্ষ্যে ইতিমধ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর সদর দপ্তরে একটি আলাদা ডেস্ক তৈরি করা হয়েছে, যাদের অন্যতম প্রধান কাজ হবে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করা। এমনকি বেলুচিস্তানে আন্দোলন দমানোর জন্য পাকিস্তান যেসব পদক্ষেপ নেবে, তার সার্বিক খবর ভারতীয় গুপ্তচর সংস্থার হাতে তুলে দেয়া। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এর পরই দেশটির গুপ্তচর সংস্থা ‹র›-এর বেলুচিস্তান ডেস্ক খোলার খবরটি সামনে এলো। কে-২৪ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলুচিস্তান নিয়ে নতুন ডেস্ক চালু করেছে ‘র’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ