মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও বেঁচে আছেন কিনা তা জানেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাভোসের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জেলেনস্কির এই মন্তব্যের জবাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
দাভোসের সম্মেলনে ইউক্রেনীয় ব্রেকফাস্ট নামে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলেনস্কি। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ আলাপ আলোচনা কবে শুরু হবে? তখনই পুতিন সংক্রান্ত বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, আজকে দাঁড়িয়ে বুঝতে পারি না, কার সঙ্গে কথা বলব। কী বিষয়েই বা আলোচনা করব। কারণ আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট, যাকে মাঝে মাঝে দেখা যায়, তিনি সত্যিই ভ্লাদিমির পুতিন কিনা। জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা, দেশের সিদ্ধান্ত আদৌ তিনিই নিচ্ছেন কিনা।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘মিত্র দেশগুলোর উচিত নয় ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে কোনো দ্বিধার মধ্যে থাকা।’ এ সময় তিনি বলেন, ‘শত্রু (দেশ রাশিয়ার) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ থেকে বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা রক্ষা করার জন্য তার দেশের মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের সেনাবাহিনীর এমন অস্ত্র পাওয়া উচিত যা আরও বেশি দূরত্বে কাজ করতে পারে এবং তাদেরকে ব্যাপক সামরিক সুবিধা দেয়।’
এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরেই তীব্র নিন্দা করে বার্তা দেওয়া হয়েছে ক্রেমলিনের তরফে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিন- দুই বিষয় নিয়েই অত্যন্ত উদ্বিগ্ন ইউক্রেন ও সেদেশের প্রেসিডেন্ট জেলেনস্কি। বোঝাই যাচ্ছে, ব্যক্তিগতভাবে জেলেনস্কি চান না রাশিয়া বা পুতিন কারোওর অস্তিত্বই থাকুক। তবে যত তাড়াতাড়ি তিনি মেনে নেবেন যে রাশিয়া আছে, সেটা জেলেনস্কির পক্ষেই মঙ্গলজনক।’ সূত্র: স্কাই নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।