মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়নভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, এ সফরের পর মস্কো আশা করে আরও বাস্তবভিত্তিক অবস্থান নেবে ইউক্রেন। বৃহস্পতিবার জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়ার শীর্ষ নেতারা ইউক্রেন সফরে যান। এর পরপরই ক্রেমলিন এ সম্পর্কে প্রতিক্রিয়া জানায়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনের ফিরে আসার ব্যাপারে মস্কো সন্দিহান। রাশিয়া আশা করে, চার নেতা শুধু ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়টির প্রতি গুরুত্ব দেবেন না বরং এই চার নেতা মস্কোর বিষয়ে ইউক্রেনকে বাস্তব-ভিত্তিক অবস্থান গ্রহণ করতে সহযোগিতা করবেন। রাশিয়া আরো বলেছে, চার নেতা ইউক্রেনকে এমন অবস্থান নিতে উৎসাহিত করবে যার কারণে কিয়েভ আলোচনার টেবিলে ফিরে আসে। এর বিপরীতে যদি ইউরোপীয় নেতারা ইউক্রেনকে শুধু অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে তা হবে একেবারে অর্থহীন। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।