Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের বিষয়ে মার্কিন তথ্যকে ভুয়া হিসাবে বিবেচনা করা উচিত: ক্রেমলিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৮:৩২ পিএম

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরামর্শ দিয়েছেন যে, ইউক্রেনে মস্কোর বিশেষ অভিযানের সময় মার্কিন সংবাদমাধ্যমগুলিতে রাশিয়ান ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে। এসব খবরকে জাল খবর হিসাবে বিবেচনা করা উচিত।

‘এটি মার্কিন প্রশাসনের একটি বিবৃতি নয়, এটি একটি সংবাদপত্রের একটি নিবন্ধ। আজকাল এমনকি সবচেয়ে সম্মানিত সংবাদপত্রগুলিও সব ধরণের ভুয়া খবর ছড়ানোর ঊর্ধ্বে নয়,’ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন কর্মকর্তা বলেছেন।

‘দুর্ভাগ্যবশত, এই অনুশীলনটি প্রায়শই সম্মুখীন হচ্ছে,’ তিনি যোগ করেছেন। পুতিনের প্রেস সেক্রেটারি পরামর্শ দিয়েছিলেন, ‘তাদের সাথে এভাবেই আচরণ করা উচিত।’

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকেই পশ্চিমা মিডিয়াগুলো যে ধরণের সংবাদ পরিবশেন করছিল, তা সত্যি হলে এতদিন রাশিয়াই ইউক্রেনের দখলে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু, তার বদলে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ডনবাস রাশিয়ার কাছে হারিয়েছে তারা। সূত্র: তাস।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রেমলিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ