বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে আজ সোমবার (১৬ জানুয়ারি) দেশের সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এটি সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। মহানগর ও উপজেলায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনে নেতাকর্মীদের বার্তা দিয়েছে দলটি।
একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি ও গণফোরাম (মন্টু) এ কর্মসূচি পালন করবে।
তবে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দেয়নি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলটি গত শনিবার (১৪ জানুয়ারি) দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো চলমান আন্দোলন জোরালো করার কথা ভাবছে। তার আগে যৌথ রূপরেখা ঘোষণা করা হবে। এই নিয়ে দলগুলোর লিয়াজোঁ কমিটি কাজ করছে। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বিষয়টি নিয়ে বৈঠক করেছেন।
বিএনপি নেতারা জানান, আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ হবে। এরপর নেতাকর্মীরা মিছিল বের করবেন। নয়াপল্টনের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে। একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।