Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু ও চাকরি স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) ঊপজলো সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:১৯ পিএম

ঝালকাঠির রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু ও চাকরি স্থয়ীকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি বেল্লাল হোসেন, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সম্পাদক মারিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, মিজানুর রহমান, জিয়াউর রহমান, উম্মে সালমা, মরিয়ম আক্তার, জাহিদুল ইসলাম, মাকসুদা আক্তার ও জোৎসনা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, দু বছর মেয়াদি এ প্রকল্পে উপজেলায় প্রায় ১১শ শিক্ষিত বেকার নারী পুর“ষ চাকরি করে আসছিলেন। কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ায় তারা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন শেষে পুনরায় প্রকল্পটি ও স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এ প্রকল্পের শতাধিক নারী ও পুরুষ কর্মীরা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ