Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদুয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাত নম্বার ওয়ার্ড ফরিয়াদের কুল এলাকায় ১১ ই জানুয়ারি ২০২৩ বুধবার বিদেশ ফেরত এনামুল হক (৬০) গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সরজমিনে গিয়ে জানা যায় বিদেশ ফেরত এনামুল হকের স্ত্রী শাহিনা আক্তার বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে যার মধ্যে রয়েছে প্রশিকা, আশা, ব্যুরো, আইডিএফ, প্রত্যাশী, গ্যাক, বিচ, এদের টাকা প্রায় পরিশোধ শেষ পর্যায়ে কিন্তু এনামুল হকের স্ত্রী বাড়িতে না থাকা সত্ত্বেও বিভিন্ন এনজিওর কর্মকর্তারা মঙ্গলবার এনামুল হক কে কিস্তির টাকার জন্য বাড়িতে এসে চাপ দেয় এবং এতে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয় স্বজনরা আরও জানাই রাতে নামাজ ও খাবার শেষে একা ঘুমিয়ে পড়েন সকালে দরজা বন্ধ দেখে স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন সিলিং ফ্যান এর সাথে গলাই রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করে। পরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এবং নিউজ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত লাশ বাড়িতে নিয়ে আসা হয়নি এ ব্যাপারে মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন পারিবারিক কলহ ঋণের দেনা পাওনার জামালা নিয়ে ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য এনামুল হকের এক মেয়ে দুই ছেলে ও এক স্ত্রী রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ