Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্দরে গৃহবধুর আত্মহত্যা, থানায় স্বামীর মামলা

নারাযণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৬:১৯ পিএম

বন্দরে গলায় উরনা পেচিঁয়ে এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম সম্পা রানী (২৬)। সে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার নেপাল দেবনাথের স্ত্রী। নিহত গৃহবধু একটি আচার কোম্পনী শ্রমিক ও ২ সন্তানের জননী।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী নেপাল দেবনাথ বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
ঘটনাস্থলে যাওয়া মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক (এসআই) সিহাব জানান, এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে বেলা সাড়ে ৩টায় ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আত্মহত্যার কারন জানার জন্য আমাদের তদন্ত অব্যহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ