Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাকাশে পাঁচটি স্যাটেলাইট পাঠিয়েছে চীনের বেসরকারি প্রতিষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৯:২৭ পিএম

চীনের বেসরকারি উপগ্রহ উৎক্ষেপণ সংস্থা গ্যালাকটিক এনার্জি সোমবার তার সেরেস-১ (ওয়াই-৫) রকেটের মাধ্যমে পাঁচটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্য দিয়ে নতুন বছরে বেসরকারি চীনা প্রতিষ্ঠানের সফল উৎক্ষেপণ মিশনের সূচনা হলো।

স্যাটেলাইটগুলো বহনকারী রকেটটি উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় দুপুর ১টা ৪ মিনিটে মহাকাশে ছুটে যায়। এটি সেরেস-১ রকেটের পঞ্চম সফল উৎক্ষেপণ মিশন, যার কোডনাম দেওয়া হয়েছে ‘আমাকে পাঁচটি দিন’।

এ পর্যন্ত গ্যালাকটিক এনার্জি নয়টি গ্রাহকের জন্য ১৯টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে এবং এর মধ্য দিয়ে মহাকাশ খাতে বেসরকারি চীনা প্রতিষ্ঠানের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

কোম্পানিটির লক্ষ্য এ বছর মোট ৮ থেকে ১০টি উৎক্ষেপণ পরিচালনা করা। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ