Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর ইন্তেকালে শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৭:০৯ পিএম

খেলাফত মজলিস ফেনী জেলার উপদেষ্টা দারুল উলুম ফেনীর প্রতিষ্ঠাতা মুহতামিম প্রবীণ আলেম মাওলানা নূরুল্লাহ মুছাপুরী গতকাল ৫ জানুয়ারি রাত ৮টায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। আজ শুক্রবার সকাল ১১টায় শর্শদি দারুল উলুম মাদরাসায় মরহুমের নামাজে জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্তানে তার লাশ দাফন করা হয়। মরহুম মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা নূরুল্লাহ মুছাপুরী ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়েও তিনি বার্মিংহামে খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশে বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
নেতৃদ্বয় মরহুম মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলঅনা আবদুল হাই ও সাধারণ সম্পাদক মাওলনা মুহাম্মদ সানাউল্লাহও গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ