Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় ডাল কাটার সময় বৈদ্যুতিক শকে মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বুধবার সকাল অনুমান ১১ টা ১৫ মিনিটের সময় হিড়িমদিয়ার জাপানের পুলের সন্নিকটে সরকারি জমির উপরে কাঁঠাল গাছে আরোহন করে মগডালে গাছের ডাল পাতা কাটার সময় বৈদ্যুতিক শকে মন্টু আলী (৫০) নামের এক পাতা ব্যবসায়ীর করুন মৃত্যু ঘটেছে।


নিহত ব্যক্তির পিতার নাম মৃত আসমত আলী। মিরপুর উপজেলার খারাল্লা গ্রামে তার বাড়ি। সে ভেড়ামারা থানার সামনে সড়কের পাশে দীর্ঘদিন ধরে কাঁঠালের পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সে সকালে কাঁঠালের পাতা সংগ্রহ করতে যায়। দুর্ঘটনা স্থল থেকে গুরুতর আহত অবস্থায় জাপানের পুল বাজারে অবস্থান কারী লোকজন তাকে একটি পাখি ভ্যান যোগে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে এসআই বিশ্বজিৎ কুমার হাসপাতালে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করেন। কর্তব্যরত চিকিৎসকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইলেকট্রিক শকে মন্টুর মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল সরজমিনে অনুসন্ধান করে দেখা যায়, ক্যানালের পাশে সরকারি জমির উপরে অবস্থিত বর্ণিত কাঁঠাল গাছের উপর দিয়ে বৈদ্যুতিক লাইন গেছে। কাঁঠাল গাছের উপরে উঠে ডাল পাতা কাটার সময় অসাবধানতাবশত উক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ইলেকট্রিক শকে হতভাগ্য মন্টুর দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে।

এসআই বিশ্বজিৎ কুমার জানিয়েছেন এ ব্যাপারে কারো কোন আপত্তি বা অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনায় প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকটে লাশ হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ