গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর আগারগাঁওয়ের মেট্রোরেলের গেট থেকে শাহাবুউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) কে এম মনছুর এ তথ্য নিশ্চিত করেছেন।
কে এম মনছুর বলেন, ‘শাহাবুউদ্দিন একজন রিকশাচালক। তিনি তাঁর রিকশায় যাত্রী নিয়ে আগারগাঁও এসেছিলেন। পরে মেট্রোরেলের গেটে দাঁড়িয়ে ছিলেন। পৌনে ১২টার দিকে হঠাৎ মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার পরে জোরে জোরে দু-তিনবার নিশ্বাস নেন। তারপর তিনি ঘটনাস্থলেই মারা যান।’
কে এম মনছুর বলেন, ‘আমরা মোটামুটি নিশ্চিত হই, শাহাবুউদ্দিন স্ট্রোক করে মারা যান। ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম ছিল। ওই বৃদ্ধের রিকশার পেছনে একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল, সে নম্বরে আমরা কল দিই। কল ধরেন রিকশার মালিক। পরে ওই মালিক শাহাবুউদ্দিনের ছেলে এনামুল হককে (৩২) ঘটনাস্থলে নিয়ে আসেন।’
এ এসআই আরও বলেন, ‘এ মৃত্যুর ঘটনায় এনামুল হক বা রিকশার মালিকের কোনো অভিযোগ নেই বলে আমাদের জানান। পরে আমরা হাসপাতালে না নিয়ে লাশ বৃদ্ধার ছেলের কাছে হস্তান্তর করি। লাশ নিয়ে গ্রামের উদ্দেশে এনামুল চলে গেছেন।’
পুলিশ জানিয়েছে, শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলের বোরগাঁও। তিনি তার পরিবারসহ আগারগাঁওয়ের শামীম স্মরনীতে থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।