নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিন সেরা বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে অনুষ্ঠিত দিনের ছয় ইভেন্টের মধ্যে চারটিতেই স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেটরা। প্রতিযোগিতায় পুরুষদের ২০ কিলোমিটার হাঁটায় সেনাবাহিনীর রাজু এক ঘন্টা ৩৯ মিনিট ৩০ সেকেন্ডে, মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে একই সংস্থার সুমী আক্তার, পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মজিবুর রহমান ও মহিলাদের ১০০ মিটার হার্ডলসে একই সংস্থার জেসমিন আক্তার স্বর্ণপদক জয় করেন। ইনজুরিতে থাকায় এবার খেলতে পারেননি হার্ডলসের রানী খ্যাত বাংলাদেশ জেলের সুমিতা রানী। এছাড়া দিনের অন্য দু’টি ইভেন্টে পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খন্দকার কিবরিয়া ও ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর মেজবাহ স্বর্ণ পদক জেতেন। এর আগে কাল সকাল নয়টায় তিন দিনব্যাপী এ আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারর্সন হেলেনা জাহাঙ্গীর, অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস উপস্থিত ছিলেন। এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মশাল প্রজ্জলন করেন দেশের সাবেক দ্রততম মানবী লাভলী বেগম ও দূরপাল্লার দৌড়বিদ মহিউদ্দিন আহমেদ মোস্তাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।