Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাই পৌরসভার প্রথম মেয়র হাজী আহমদ মিয়া আর নেই

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৬:৪৫ পিএম

সুনামগঞ্জের দিরাই পৌরসভার প্রথম চেয়ারম্যান ও মেয়র, করিমপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান (অধুনালুপ্ত), দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও সালিশ ব্যক্তিত্ব, দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী আহমদ মিয়া (৯৫) রোববার বাদ আসর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার ইন্তেকালে পরিবারসহ পুরো পৌরসভায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, আমার সুরমা ডটকম মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংহঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। নেতৃবৃন্দরা মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ