Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় বইপ্রেমী মানুষের ঢল

কুতুবউদ্দিন আহমেদ | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভালই চলছে বইমেলা। পাঠকের আনাগোনা চোখেপড়ার মতো। প্রকাশকদেরও দেখা গেল বেশ ব্যস্ত, উজ্জীবিত, টলমলে, খোশমেজাজে। বোঝা গেল তাদের বিক্রি-বাট্টা ভালো। কেউ মুখ গোমরা করে বসে নেই। অথচ গত বছর শুরুটা ভালো ছিল না; কী নির্দয় ঝড়টাই না বয়ে গিয়েছিল এই বইমেলার ওপর দিয়ে! তথাকথিত রাজনৈতিক ডামাডোলের কারণে প্রকাশক ও বইপ্রেমী মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল রীতিমত। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরুতে চায়নি। ইচ্ছে মতো বই কেনাও হয়নি। কিন্তু এ বছর দেখা যাচ্ছে সবকিছুই বইমেলার অনুকূলে। এ বছর নাড়ির অবিচ্ছেদ্য টানে মানুষ বেরিয়ে পড়ছে ঘর থেকে। এ যেন প্রাণের টান, প্রেমের টান, নারীর প্রতি নরের চিরকালের অচ্ছেদ্য টান।
বলছি অমর একুশে গ্রন্থমেলার কথা। এ বছর শুরু থেকেই মানুষ আসছে দলবেঁধে; খোলা আকাশের নিচে ঘুরছে-ফিরছে, আড্ডা দিচ্ছে, বই নেড়েচেড়ে দেখছে, কিনছে। ... এই হলো মেলার সার্বিক অবস্থা।
একসময় বইমেলা নিয়ে মেলা অভিযোগ ছিল সাধারণ মানুষের। কিন্তু মেলার সার্বিক অবস্থা বিবেচনায় সেই সব অভিযোগের পাহাড় আর নেই বললেই চলে। তবে মেলা সম্পর্কে মানুষের মনে ভ্রান্তি আছে বিগত কয়েক বছরের মতই। একদিকে দোয়েল চত্বর থেকে আবার অন্যদিকে টিএসসি থেকে মানুষের দেখার মত সুদীর্ঘ লাইন। তারা পায়ে পায়ে, পিলপিল করে এগিয়ে চলেছে বাংলা একাডেমি চত্বরে। তারা বাংলা একাডেমির সীমিত পরিসরের চত্বর আর সেখানকার হাতেগোনা কয়েকটি স্টল দেখে রীতিমত হতাশ। বইমেলা এতো ছোট হয়ে গেছে! কীভাবে? তারা হাতেগোনা কয়েকটি স্টল থেকে দু-একটি বই কিনে বাসার দিকে রওয়ানা দেয়। সোহরাওয়ার্দী প্রাঙ্গণের বিশাল আয়োজনের বিষয়টি তাদের কাছে পুরোপুরি অজানাই থেকে যায়।
বিষয়টা গল্পের মত মনে হলেও গল্প নয়, সত্যি। অসংখ্য সাধারণ মানুষ কিন্তু এখনও পর্যন্ত জানে না যে, মেলার মূল অংশটি সোহরাওয়ার্দী ময়দানে স্থানান্তর করা হয়েছে। জানানোর মতো বাংলা একাডেমির পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তাই অনেক প্রকাশকের দাবি, মেলাটিকে খ-িত না করে লেখক-পাঠক-প্রকাশকদের সুবিধার্তে মেলার সম্পূর্ণ অংশটিই সোহরাওয়ার্দী প্রাঙ্গণে স্থানান্তর করা হোক। তাহলে মানুষের মনে বিভ্রান্তিটি আর থাকবে না।
তো প্রিয় পাঠক, আর কথা না বাড়িয়ে চলুন নতুন বইয়ের ঘ্রাণ নেয়া যাক। নিত্যই তো নতুন নতুন নানান স্বাদের বই আসছে মেলায়।

কবিতা
নির্বাচিত ১৫০ কবিতা Ñ মহাদেব সাহা, দি রয়েল পাবলিশার্স
তিনটি কাব্যগ্রন্থ Ñ নির্মলেন্দু গুণ, দি রয়েল পাবলিশার্স
মেঘ নিয়ে বাড়ি ফেরা Ñ সোহরাব পাশা, দি রয়েল পাবলিশার্স
একাকি কলম্বাস Ñ নূহ-উল-আলম লেনিন, সময় প্রকাশন
বিচিত্রার নির্বাচিত কবিতা Ñ মাহবুব রেজা সম্পাদিত, সময় প্রকাশন
শেক্সপিয়ার থেকে কিট্স, রহমান মাহবুব, অ্যাডর্ন
এবং আবৃত্তির কবিতা Ñ রবিশঙ্কও মৈত্রী, শব্দশৈলী

অনুবাদ
ইহুদী প্রশ্নে Ñ কার্লমার্কস, অনুবাদ : জাভেদ হুসেন, সংহতি প্রকাশন
বাংলাদেশের নদনদী পরিকল্পনা Ñ কপিল ভট্টাচার্য, সংহতি
সম্মতি উৎপাদন; গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি, এডুয়ার্য এস হারম্যান ও নোম চমস্কি, অনুবাদ : আ. আল মামুন, সংহতি
সা¤্রাজ্যিক বাসনা Ñ নোম চমস্কি, অনুবাদ : প্রতীক বর্ধন, সংহতি
হাত বাড়িয়ে দাও Ñ ওরিয়ানা ফাল্লাচি, অনুবাদ : আনু মুহম্মদ, সংহতি
চিরায়ত বিশ্বসাহিত্য গ্রন্থমালা Ñ ফাউন্ডেশন/ আইজাক আসিমভ অনুবাদ : জি এইচ হাবীব, সংহতি
অর্থশাস্ত্র পরিচয়, অনুবাদ : আনু মুহম্মদ, সংহতি
বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ গল্প Ñ সম্পা, ড. তাহা ইয়াসিন, শোভা প্রকাশ
টু ওমেন Ñ আলবার্তো মোরাভিয়া, অনুবাদ : দিলওয়ার হাসান, সংহতি
নিজের একটি কামরা Ñ ভার্জিনিয়া উলফ, অনুবাদ : আলম খোরশেদ, সংহতি
কুসেড দ্য ফেইম অভ ইসলাম Ñ হ্যারলাড ল্যাম, অনুবাদ : শওকত হোসেন, সংহতি
একটি দৃষ্টিভ্রমের ভবিষ্যৎ Ñ ফ্রয়েড, অনুবাদ : আলীফ হোসেন, সংহতি
গার্সিয়া লোরকা Ñ ইয়ের্মা, অনুবাদ : শুভাসিস সিনহা, অ্যাডর্ন
বাহাদুর পিঁপড়ে Ñ অনু : হায়াৎ মামুদ, শব্দশৈলী
রবীন্দ্রনাথ অন্য ভাষায় অন্য আলোয়, সম্পাদনা : রাজু আলাউদ্দিন, সংহতি
দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা Ñ দ্বিজেন শর্মা, শব্দশৈলী
নজরুলকে চিনতে চাওয়া Ñ সিরাজুল ইসলাম চৌধুরী, সংহতি
কথকতা Ñ নুরুল কবির, সংহতি

গল্প
বিরতিহীন উৎসব Ñ সৈয়দ শামসুল হক, দি রয়েল পাবলিশার্স
আনন্দের মৃত্যু Ñ সৈয়দ শামসুল হক, স্টুডেন্ট ওয়েজ
ব্যাঙ্ক এবং আর্থিক ব্যবস্থার রীতিনীতি Ñ আর এ হাওলাদার ও সৈয়দ আশরাফ আলী, মাওলা ব্রাদার্স
নির্বাচিত গল্প Ñ শাহাদুজ্জামান, গদ্যপদ্য
শুচিতা Ñ হাসনাত আবদুল হাই, আগামী
উড়িয়া উড়িয়া যাই Ñ সৈয়দ ইকবাল, দি রয়েল পাবলিশার্স
সংক্ষিপ্ত সান্ধ্যভাষা Ñ মামুন হোসাইন, গদ্যপদ্য
কৃষ্ণচূড়ার লাল Ñ মাহবুবা সিদ্দিকা, সময় প্রকাশন
মপাসাঁর বিচিত্র গল্প Ñ অনুবাদ, আবু তাহের, সময় প্রকাশন
বিচিত্রার নির্বাচিত গল্প Ñ সম্পাদনা মাহবুব রেজা, সময় প্রকাশন

উপন্যাস
উপন্যাসসমগ্র Ñ অদ্বৈত মল্লবর্মণ, গদ্যপদ্য
বিধবাদের কথা Ñ হাসান আজিজুল হক, সময় প্রকাশন
ছোট সবুজ মানুষ Ñ ইমদাদুল হক মিলন,  অনন্যা
ঘাই হরিণী Ñ মহি মুহম্মদ, চন্দ্রদীপ
মধুরাত Ñ ইমদাদুল হক মিলন, একুশে বাংলা
নপুংসকনামা Ñ হুমায়ুন মালিক, চন্দ্রদীপ
নেই Ñ জাফর তালুকদার, চন্দ্রদীপ
দুগ্ধবতী জলের নদী Ñ নূরুল হক, বিভাস
পাথর বাটির কান্না Ñ গোলাম কাদের, চন্দ্রদীপ
সমুদ্র পাখিরা Ñ মাহবুব সাদিক, চন্দ্রদীপ     
অতীশ Ñ আবুল কাশেম, অ্যাডর্ন
কালের নায়ক Ñ গাজী তানজিয়া, অ্যাডর্ন
নিন্দিত নন্দন Ñ ফেরদৌসি প্রিয়ভাষিনী, শব্দশৈলী
মনে পড়ে এই হেমন্তের রাতেÑ ধ্রুব এষ, সময় প্রকাশন

প্রবন্ধ
জীবন সমস্যা সমাধানে ইসলাম Ñ দেওয়ান মোহাম্মদ আজরফ, গদ্যপদ্য
প্রবন্ধ সমগ্র Ñ সিরাজুল ইসলাম চৌধুরী, বিদ্যাপ্রকাশ
আল কোরানের আলোকে মহান আল্লাহ ও নবী রাসূলগণের পরিচয় এবং মানবের করণীয় Ñ ব্রি. জে. (অব.) মো. জোবেদ আলী  Ñ আগামী প্রকাশনী
ইসলাম ও আধুনিক জীবন Ñ ড. এমাজউদ্দিন আহমেদ, শব্দশৈলী
কলামসমগ্র Ñ মুহম্মদ জাফর ইকবাল, অনন্যা
বাংলাদেশের লৌকিক আচার Ñ অনুষ্ঠান জন্ম ও বিবাহ, ড. মোমেন চৌধুরী, অনিন্দ্য
নরসিংদীর স্থাননাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান, মুহ. হাবিবুল্লাহ পাঠান, অনিন্দ্য
জাপানের সংস্কৃতি Ñ হাসনাত আবদুল হাই, অ্যাডর্ন
লালন সাঁই ও বাঙালি সমাজ Ñ আবুল আহসান চৌধুরী, শোভাপ্রকাশ
বিপ্লবী সূর্যসেন Ñ ড. তাহা সম্পাদিত, শোভাপ্রকাশ
প্রেমের রাজা হাসনরাজা Ñ মীর লিয়াকত আলী, বিভাস
বরিশালের লেখক চরিতকোষ Ñ আরিফ নজরুল, চন্দ্রদীপ
ব্যাঙ্ক এবং আর্থিক ব্যবস্থার রীতিনীতি Ñ আর এ হাওলাদার ও সৈয়দ আশরাফ আলী, মাওলা ব্রাদার্স
শাহজাদপুরের কৃষকবিদ্রোহ ও ঠাকুর জমিদার, আখতার উদ্দিন মানিক, অ্যাডর্ন
বইয়ের জগৎ দৃষ্টিপাত ও আলোকপাত Ñ ড. মাহবুবুল হক, শোভাপ্রকাশ
বাংলার গণসঙ্গীতÑ সয়ম্বু সরকার, শোভাপ্রকাশ
আমাদের মিলিত সংগ্রাম মওলানা ভাসানী Ñ আ. হাই শিকদার সম্পা., শোভাপ্রকাশ
সার্বজনীন নজরুল Ñ আ. হাই শিকদার সম্পা., শোভাপ্রকাশ
বাংলাদেশের কথাসাহিত্য : একজন পাঠকের উপলব্ধি, মোস্তফা তারিকুল আহসান, শোভাপ্রকাশ
প্রাকৃতিক চিকিৎসায় ভেষজ উদ্ভিদ Ñ ড. শামসুদ্দিন আহমদ, অনুপম প্রকাশনী
প্রসঙ্গ নজরুল Ñ ড. জাফর আহমেদ, দি রয়েল পাবলিশার্স
নেতৃত্ব Ñ রাজিব আহমেদ, শোভা প্রকাশ
শরীয়তপুরের ইতিবৃত্ত Ñ স্যামসুন্দর সিকদার, শব্দশৈলী
কাঁটাতারে ঝুলে আছে ফেলানি Ñ আবদুল খালেক ফারুক, শব্দশৈলী
বিপন্ন প্রকৃতি Ñ আলী ইমাম, শব্দশৈলী
ইবনে সিনা Ñ স্বকৃত নোমান, কথাপ্রকাশ
চীন সভ্যতা Ñ আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, কথাপ্রকাশ
আবদুল করিম সাহিত্যবিশারদ ও আত্মসত্তার রাজনীতি Ñ গৌতম ভদ্র , সংহতি
কালের কল্লোল : ইতিহাস উন্নয়ন ও রাজনীতিÑ আহমেদ কামাল, সংহতি
বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন Ñ আনু মুহম্মদ, সংহতি
কোথায় যাচ্ছে বাংলাদেশ Ñ আনু মুহম্মদ, সংহতি
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান কি অসম্ভব Ñ বি ডি রহমতুল্লাহ, সংহতি
তিক্ত ওষুধ, রুগ্ন চিকিৎসা ও জিম্মি জনগণ Ñ মজনু উ ইল হক, সংহতি
জৈব বিবর্তনবাদ Ñ দেড়শ বছরের দ্বন্দ্ব বিরোধÑ মনিরুল ইসলাম, সংহতি
পারিবারিক জীবন ও আইন Ñ তানজিম আল ইসলাম, গদ্যপদ্য
জাতীয় সম্পদ, বহুজাতিক পুঁজি ও মালিকানার তর্কÑ কল্লোল মোস্তফা, মাহবুব রুবাইয়াত, অনুপত সৈকত শান্ত, সংহতি
শাইলকের বাণিজ্য বিস্তার Ñ শাহচাদ ফেরদাউস, সংহতি
পাথরের পাঠশালা Ñ মাদল হাসান, সংহতি
রাজনৈতিক দলিলপত্র-১ Ñ বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, পাঁচ বামদল, সংহতি
রাজনৈতিক দলিলপত্র ২, বিশ্বব্যাংক আইএমএফ, এ ডিবি গণ্রাইবুলাল, সংহতি
নারী-পুরুষ ও সমাজ Ñ আনু মুহম্মদ, সংহতি
রাস্তাফারাই, রেগে ও বব মার্লি Ñ কাজী মুনতাসির বিল্লাহ, সংহতি
বাংলাদেশের জল ও জ্বালানী Ñ ম. ইনামুল হক, সংহতি
কৃষি উৎপাদন প্রযুক্তি Ñ কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ, দি রয়েল পাবলিশার্স

স্মৃতিকথা/ ভ্রমণ
এক অভিযুক্তের বয়ানে আগরতলা মামলা Ñ মাহফুজ বারী, সময় প্রকাশন  
ইতালিয়া Ñ হাসনাত আবদুল হাই, অ্যাডর্ন
ঝিলাম নদীর দেশ Ñ বুলবুল সারোয়ার, অ্যাডর্ন
ফিরে দেখা Ñ সালাউদ্দিন আহমেদ, অ্যাডর্ন

শিশু/কিশোর
ভূত তের রকম Ñ ইমদাদুল হক মিলন, শব্দশৈলী
যত সব ভুতুরে কা- Ñ আহসান হাবীব, শব্দশৈলী
ভূত এলো শহরে Ñ আমিরুল ইসলাম, স্টুডেন্ট ওয়েজ
আমি কখনও সত্য কথা বলি না Ñ মাহবুব তালুকদার, অ্যাডর্ন    
মেঘবিলাস Ñ আনোয়ারা আজাদ, অ্যাডর্ন
মজার পড়া ১০০ ছড়া, রফিকুল হক, অ্যাডর্ন
নীল পাখির উপহার Ñ ধ্রুব নীল, গদ্যপদ্য
আলিবাবার চল্লিশ দস্যু Ñ যোগীন্দ্রনাথ সরকার, গদ্যপদ্য
শিয়াল কেন হুক্কাহুয়া করে Ñ সুনির্মল বসু, গদ্যপদ্য
জোক্স সমগ্র Ñ জামিলুর রহমান, দি রয়েল পাবলিশার্স
একটি সুখী গাছের গল্প Ñ জি এইচ হাবীব, সংহতি

মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও অন্যান্য গল্প Ñ ফারুক নওয়াজ, দি রয়েল পাবলিশার্স
একাত্তরের রণাঙ্গন : শিবপুর Ñ হায়দার আনোয়ার খান জুনো, সংহতি
মুুক্তিসংগ্রামে আত্রাই Ñ অহিদুর রহমান, সংহতি
রক্তাক্ত একাত্তর Ñ শামসুজ্জামান শামস, শোভা প্রকাশ
একাত্তরের রণাঙ্গনে আমার দেখা আমার করা Ñ রণজিৎ চট্টোপাধ্যায়, সংহতি
মুক্তিযুদ্ধে আদিবাসী নারী Ñ জোবাইদা নাসরীন, শব্দশৈলী
মুক্তিযুদ্ধের জানা-অজানা Ñ ফখরে আলম, বিদ্যাপ্রকাশ
ঝিনাইদহ জেলার ইতিহাস পরিক্রমা Ñ অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম, শোভাপ্রকাশ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় বইপ্রেমী মানুষের ঢল

১৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন