মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বড়দিনের ছুটির মধ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত ফিলিপাইন। এতে দেশটিতে অন্তত ২৯ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার জাতীয় দুর্যোগ সাড়াদান সংস্থা এসব তথ্য জানিয়েছে। খবর এপির।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে খারাপ আবহাওয়ার কারণে বড়দিন উদযাপন ব্যাহত হয়েছে। এ ছাড়া ৮৬ হাজারের বেশি মানুষ এখনো জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল জানায়, মৃত ২৯ জনের মধ্যে ১৮ জন উত্তর মিন্দানাও অঞ্চলের এবং নিখোঁজ ২৫ জনের মধ্যে ১২ জন কেন্দ্রীয় ফিলিপাইনের পূর্ব ভিসায়াস অঞ্চলের।
মৃতদের অধিকাংশ পানিতে ডুবে মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জেলেরা রয়েছেন। তারা নৌকা ডুবে গেলে নিখোঁজ হয়েছেন।
সংস্থাটি জানায়, বন্যায় ৩ হাজার ২০০টির বেশি বাড়ির পাশাপাশি সেতু ও রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ বা খাবার পানিও নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।