Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশ- বিএনপি সংঘর্ষে আট নেতাকর্মী আটক আসামি সহস্রাধিক

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:০৮ পিএম

পঞ্চগড়ে বিএনপির গণ মিছিলের সময় পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ শ জনকে আসামি করে পুলিশ পাঁচটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে মামলা ও আটজন নেতাকর্মী আটকের বিষয়টি পুলিশ সুপার নিশ্চিত করেন।

এ মামলায় শনিবার রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুহিন বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম,আটোয়ারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা,মকবুলার রহমান সরকারি কলেজ শাখার যুগ্ম আহবায়ক মোস্তফা কাননসহ, আটজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।তেঁতুলিয়ায় আটককৃত দুজন জামায়াতের,ছয়জন বিএনপির।
এর আগে শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে শতাধিক রাবার বুলট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিএনপি নেতা-কর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, আব্দুর রশিদ নামে এক ব্যক্তি মারা যাওয়া বিষয়ের সাথে আজকের কোন সম্পর্ক নাই।আমরা বলেছি শান্তিপূর্ণভাবে মিছিল করতে কিন্তু তারা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে এসেছে এবং আমাদের উপর ইটপাটকেল ছুড়ছে। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারসেল,কাঁদানে গ্যাস ছুড়ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহস্রাধিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ