Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ৮ সহস্রাধিক আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ভারতে এখন পর্যন্ত এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৪৪৬। এর মধ্যে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ভ‚ত পরিস্থিতিতে শনিবার ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারী মোকাবিলায় সরকারের কৌশল বদলের অংশ হিসেবে মোদির নেতৃত্বে ‘কাউন্সিল অব মিনিস্টার্স’ সোমবার থেকে কাজ শুরু করবে। ওই কাউন্সিলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মতো সিনিয়র মন্ত্রীরা। ওড়িশা, পঞ্জাব, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এই পাঁচ রাজ্য জানিয়ে দিয়েছে তারা এই মাসের শেষ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াবে। এদিকে বিহারের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে, তাদেরও লকডাউন বাড়াতে কোনও আপত্তি নেই। তবে তারা বন্যাত্রাণ ও গ্রামীণ নির্মাণ কাজ চালিয়ে যেতে চায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যদি লকডাউন না হতো তাহলে ভারতের ৮ লাখ ২০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতো। ভারতজুড়ে এখন পর্যন্ত করোনার ৩৩টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই হটস্পটগুলোতে কড়া নজরদারি চালানো হবে। মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান মিলেছে দিল্লিতে। সেখানেও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গেছে ১২৭ জন। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বহু উন্নত দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভালো। কেননা আমরা লকডাউন তাড়াতাড়ি শুরু করেছিলাম। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮-সহস্রাধিক-আক্রান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ