Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় দেড় সহস্রাধিক মৃত, আক্রান্ত ১২ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩০১ জন। মারা গেছেন এক হাজার ৬২৩ জন মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৩১৫ জন। মৃতের সংখ্যা ৬৪ লাখ ৩৪ হাজার ৯১২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৬ কোটি এক লাখ ৬৪ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬০৪ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫৮ হাজার ৭২৬ জন। আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৭৩২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৬৮৯ জনের। ওয়ার্ল্ডোমিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনায় দেড় সহস্রাধিক মৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ