মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্যারিসের একটি শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী তিন হাজারের বেশি শরণার্থীকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। স্থানান্তরকরণের প্রাক্কালে স্ট্যালিনগ্রাদ মেট্রো স্টেশনের কাছে কয়েকশ’ লোককে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয় এবং এর কিছুক্ষণ পর তাদের নিয়ে প্রথম বাস সেখান থেকে ছেড়ে চলে যায়। সংবাদদাতারা জানিয়েছে, তাদেরকে প্যারিস অঞ্চলের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে নেয়া হচ্ছে। এক সপ্তাহ আগে কালাইসের জঙ্গল ক্যাম্প থেকে প্রায় সাত হাজার লোককে সরিয়ে নেয়ার পর সেখানে এ অভিযান চালানো হচ্ছে। প্যারিস অঞ্চলের মুখপাত্র জানান, অভিযান স্বাভাবিকভাবে চলছে। তিনি আরো জানান, বিভিন্ন কেন্দ্রে বসবাস করা এসব শরণার্থী এক সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সুযোগ পাবে। মুখপাত্র জানান, শরণার্থীদের সরিয়ে নেয়ার এ অভিযানে প্রায় ৬০০ পুলিশ সদস্যকে কাজে লাগানো হয়েছে। ২৮ বছর বয়সী খালিদ নামের এক অভিবাসী বলেন, আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। প্যারিস বা পার্শ্ববর্তী কোন এলাকা আমার জন্য খুব ভালো। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি এক মাসেরও বেশি সময় ধরে এখানে একটি ক্যাম্পে রয়েছি। এটি ছেড়ে যাওয়ায় ভালো লাগছে। এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগ্রাদ ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হলেও তারা দ্রুত আবার সেখানে ফিরে আসে। বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।