বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সোনাগাজী চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষিগজ্ঞ গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। কামালের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে তার বৃদ্ধা মা বাবা স্ত্রী সন্তানের গগনবিধারী কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর অকাল করুণ মৃত্যুতে তিন মেয়ে সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নির্বাক স্ত্রীর বিলাপে উপস্থিত সবার চোখের জল টলমল করছে। তিন ভাই ও চার বোনের মধ্যে সবার বড় কামাল চরলক্ষিগঞ্জ গ্রামের মুহুরি বাড়ির রুহুল আমিনের ছেলে। পুত্রশোকে কাতর রুহুল আমিনের সাথে চেষ্টা করেও কথা বলা যায়নি। নিহত কামালের চাচা নিজাম উদ্দিন জানান, জীবিকার তাগিদে সে দশ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকা গমন করে। প্রথমে চাকুরী করলেও কয়েক বছর পূর্বে কামাল নিজেই মনোহারী পন্যের ব্যবসা শুরু করে। গত বছর ছোট ভাই ছুট্টু মিয়াকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যায় কামাল। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু প্রদেশের বøুম্ফোন্টেইন শহরে অবস্থানরত নিহত কামালের ভাই ছুট্টু মিয়া মোবাইলে জানান, ১৯ ডিসেম্বর রাতে দোকানে কয়েকজন নিগ্রো অস্ত্রধারী প্রবেশ করে চাঁদা দাবি করে। কামাল ভাই চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতবস্থায় পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, মৃতদেহ দেশে পাঠাতে প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।