Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে গলায় ফাঁস নববধুর আত্মহত্যা

চিলমারী(কুড়িগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে মোছাঃ আফরিন আক্তার (২১) নামে এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোদাল ধোয়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আফরিন আক্তার ওই এলাকার মোঃ শাহ্ আলমের স্ত্রী। জানাগেছে, পাশ্ববর্তী উলিপুর উপজেলার হায়াত খাঁ এলাকার মোঃ আমিনুল ইসলামের মেয়ে মোছাঃ আফরিন আক্তারের সাথে ১ বছর আগে চিলমারী উপজেলার কোদাল ধোঁয়ার পাড় এলাকার মোঃ শাহ্ আলমের সাথে বিবাহ হয়। ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বামীর সাথে আফরিন আক্তার তার বাবার বাড়ীতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্বামী শাহ্ আলম বাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে অনেক ডাকা ডাকির পরও দরজা না খুললে তা ভেঙ্গে ভেতরে ডুকে স্ত্রীকে ঘরের ধরণার সাথে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আয়নাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহের পর থেকে তাদের মধ্যে কোন দাম্পত্য কলহো দেখা যায়নি। হটাৎ কি কারণে এমন ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছে না। চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায় নি। ময়না তদন্তের রির্পোট পেলে বলতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ