নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পের জন্য ঢাকা থেকে সিডনীতে উড়ে গিয়েছিলেন যারা, সেই ২৩ জনের সবাই এখন নিউজিল্যান্ডে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, মেহেদী মারুফদের ঢাকায় অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেটের আতিথ্য পাবেন ১৫ ক্রিকেটার, তার বাইরে ৮ জনকে বিসিবি’র টাকায় দলের সঙ্গে রাখা হয়েছে। টি-২০ সিরিজ শেষ না হওয়া পর্যন্ত থাকবেন তারা দলের সঙ্গে নিউজিল্যান্ডে। এক সঙ্গে এতো ক্রিকেটার আছেন বলেই হোমের মতো সুবিধায় দল গঠনের সুবিধা পাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে বাধ্যবাধকতার কারণে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অফিসিয়ালি বাংলাদেশ দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। তবে আপাতত: প্রথম ওয়ানডের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দলে নুতন মুখ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনার তানভীর হায়দার এবং পেস বোলার শুভাশিষ রায়।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেটে সিরিজ সেরা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে বিপিএলেও পরখ করে দেখেছেন নির্বাচক কমিটি। রাজশাহী কিংসের হয়ে এই অফ স্পিনারের ১২ উইকেট শিকার প্রশংসিত হওয়ায় নিউজিল্যান্ড সফরে ওয়ানডে স্কোয়াডে থাকার দাবিটা জোরালো ভাবে তুলেছিলেন ১৯ বছর বয়সী এই অফ স্পিনার। পারফরমেন্সের ধারাবাহিকতার দৃষ্টান্ত রাখা মিরাজকে ওয়ানডে স্কোয়াডেও তাই অটোমেটিক চয়েস হিসেবে দলে জায়গা দিয়েছেন নির্বাচক কমিটি। টেস্টে যে মিরাজকে দেখেছে বিশ্ব ভয়ঙ্কর অফ স্পিনার হিসেবে, সেই মিরাজকে এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-২০ তে কার্যকরী অল রাউন্ডার হিসেবে দেখতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ ‘মিরাজ এখনও ওয়ানডে খেলেনি। কিন্তু এই সংস্করণে সে খুব কার্যকর অলরাউন্ডার হয়ে উঠতে পারে। তিন সংস্করণেই ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার সামর্থ্য আছে ওর।’
কোচ হাতুরুসিংহের দাবি মেটাতে চিরুনি অভিযান দিয়ে তানভীর হায়দার নামের একজন লেগ স্পিনার খুঁজে বের করেছে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ দিনের অনুশীলন ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৪ উইকেট শিকারে নির্বাচকদের নজরটা ছিল তানভীরের উপর। ইনজুরি কাটিয়ে বিপিএলে তাকে মাত্র ১ ম্যাচ দেখে ২৩ সদস্যের বাংলাদেশ দলে হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়াটাই ছিল তার জন্য বিশেষ কিছু। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৮৪ উইকেট শিকারি এই লেগ স্পিনারকে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্র্যাম্প কার্ড হিসেবে দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বোলিং বৈচিত্রের কারণেই তানভীরকে প্রথম ওয়ানডে দলে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনিÑ ‘সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে এমন ক’জনকে আমরা দলে নিয়েছি। তানভীর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার। লেগ স্পিনার হিসেবে সে আমাদের বোলিং আক্রমণে একটা নতুন মাত্রা যোগ করবে।’ তানভীরকে শুধু প্রথম ওয়ানডে ম্যাচের স্কোয়াডেই বিবেচনা করা হয়নি, আগামীকাল ওয়েঙ্গেরিতে অনুষ্ঠেয় ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত বোলিং করলে ওয়ানডে অভিষেকের সম্ভাবনাও আছে এই লেগ স্পিনারের, এমন বার্তাটা আগে-ভাগে দিয়ে রেখেছেন মিনহাজুল আবেদিন নান্নুÑ ‘অস্ট্রেলিয়ায় দলের ক্যাম্পে সে কোচদের মুগ্ধ করেছে।প্রস্তুতি ম্যাচে ভাল করলে ওকে ওয়ানডে ম্যাচে খেলানো হতে পারে। যেহেতু আমাদের হাতে বোলিং বিকল্প আছে, বৈচিত্রপূর্ণ বোলিং কম্বিনেশনের সুযোগ নিতে চাই আমরা।’
বিপিএলে মিতব্যয়ী বোলিং করতে পারেননি শুভাশিষ। এক সময়ের প্রতিভাময়ী এই বোলার একটার পর একটা ইনজুরিতে পড়ে হারানো ফর্ম পাননি ফিরে। তারপরও ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ, ৪৭টি লিস্ট ‘এ’ এবং ২০টি টুয়েন্টি-২০ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন ২৮ বছরের এই পেস বোলারকে নিয়ে দারুণ স্বপ্ন দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু। নিউজিল্যান্ডে তার পেস কার্যকর হবে বলে মনে করছেন তিনিÑ ‘শুভশীষ নিউ জিল্যান্ডের কন্ডিশনে খুব কার্যকর হতে পারে। উইকেট থেকে বাড়তি বাউন্স ও মুভমেন্ট আদায়ের সামর্থ্য আছে ওর।’
গত আগস্টে লন্ডনে কাঁধের অস্ত্রোপচার শেষে গত নভেম্বর থেকে বল হাতে উঠিয়েছেন। এখনো পাননি পুরোপুরি ম্যাচ ফিটনেস মুস্তাফিজুর। সিডনীতে হয়ে যাওয়া ২টি অনুশীলন ম্যাচের একটিতেও বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুরকে নামানো হয়নি মাঠে। সিডনী যাত্রার আগে বিসিবি’র প্রধান চিকিৎসক যে ফিটনেস রিপোর্ট দিয়েছেন, তাতে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে আশ্বস্ত পর্যন্ত হতে পারেননি নির্বাচকরা। তারপরও মুস্তাফিজুরকে নির্বাচকরা অপরিহার্য তালিকায় রেখে ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরিয়ে এনেছেন। গত বছর দারুণ আবির্ভাবে ৯ ওয়ানডে ম্যাচে ২৬ উইকেটে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া এই বাঁ হাতি কাটার মাস্টারকে আগামীকালকের প্রস্তুতি ম্যাচে পরখ করে দেখতে চায় টীম ম্যানেজমেন্ট। ওই ম্যাচে সন্তুষ্ট হলেই মুস্তাফিজুরকে দেখা যাবে আগামী ২৬ ডিসেম্বরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে, সে আভাসই দিয়েছেন প্রধান নির্বাচকÑ ‘অপারেশনের পর কতোটা রিকভারি করেছে, স্কিল ফিটনেস কতোটা ইমপ্রæভ করেছে, তা দেখতে চাই। মুস্তাফিজুর যদি অনুশীলন ম্যাচে সাত-আট ওভার বল করতে পারে, তাহলে ওয়ানডে ম্যাচে ও খেলবে।’
শফিউলের ইনজুরিতে সিডনী যাত্রার প্রাক্কালে স্কোয়াডে অন্তর্ভূক্ত হওয়া রুবেল হোসেন এক সিরিজ পর ফিরেছেন ওয়ানডে দলে। ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং তার নিউজিল্যান্ডের বিপক্ষে (৬/২৬), এই প্রতিপক্ষের বিপক্ষে ৯ ওয়ানডেতে ১৭ উইকেটের অতীতটাও হয়েছে নির্বাচকদের কাছে বিবেচ্য।
প্রস্তুুতি ক্যাম্পের অন্য সাত ক্রিকেটার মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, নাজমুল হোসেন শান্ত তাইজুল, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, মেহেদী মারুফ প্রথম ওয়ানডে দলে হননি বিবেচ্য। দলের সঙ্গেই নিউ জিল্যান্ডেই থাকবেন তারা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের দলে তাদের মধ্য থেকে কেউ সুযোগ পেতে পারেন।
প্রথম ওয়ানডে ম্যাচ এবং অনুশীলন ম্যাচে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, তানভীর হায়দার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।