বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পিরোজপুর ইউনিয়নের ইসলাম ভুমিহীনদের ও সরকারি খাঁসজমি দখলদারদের বিরুদ্ধে উপজেলা ভুমি অফিসের লাল নিশানা উপড়ে ফেলেছে দখলদার আল মোস্তফা গ্রæপের লোকজন। সরকারের দেওয়া লাল নিশানা পনের দিন না পেরোতেই দখলদাররা নিশানা উঠিয়ে ফেলে দেওয়ায় স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে, পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় গত ৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে খাঁস জমি জরিপ করে তারা আল মোস্তফা গ্রæপ ও নেতা কামালের দখলকৃত খাঁস জমিতে লাল নিশানা টানিয়ে ডিমারগেশন করে দেয়। এ ছাড়া ভুমিহীনদের খাঁস জমিতে একটি সাইনবোর্ডও টানিয়ে দেয়। যাতে নতুন করে আর কোন দখলদাররা সরকারি খাঁস জমি দখল করতে না পারে। কিন্তু পনের দিন না পেরোতেই আল মোস্তফার লোকজন রাতের আঁধারে তাদের দখলকৃত জায়গার যেসব স্থানে লাল নিশানা টানিয়ে দিয়েছিল সেই সব নিশানগুলো তারা তুলে ফেলে দিয়েছে। প্রশাসনের দেওয়া লাল নিশানা উঠিয়ে ফেলার যে দুঃসাহস দেখিয়েছে তা নিয়ে স্থানীয় জনসাধারণ ও জন প্রতিনিধিদের বিষয়টিকে ভাবিয়ে তুলেছে। নাম না প্রকাশ করার শর্তে পিরোজপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য জানান, এসব দখলদাররা রাতে আঁধারে বিভিন্ন সময় বিভিন্ন স্থানীয় নেতাদের ব্যবহার করে খাল, পুকুর ও সরকারি খাঁস জমি দখল করেছে। সেই দখলদাররা আবার সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লাল নিশানা ফেলে প্রমাণ করলো তারা কতো শক্তিশালী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।