Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীর হয়ে গুপ্তচর মামলায় টুইটারের সাবেক কর্মীর কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। কারাগারে দণ্ডিত ব্যক্তি আহমেদ আবু আম্মো। ডিজিটাল জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ জানায়, আহমেদ গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। তার অপরাধের মধ্যে রয়েছে বিদেশী সরকারের অবৈধ এজেন্ট হওয়া, মানি লন্ডারিং ও জালিয়াতি। প্রসিকিউটরেরা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে জানান, টুইটারে চাকরি করার কারণে আহমেদ ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য জানার সুযোগ পেয়েছিলেন। তিনি প্রায় সাত বছর আগে ১ লাখ ডলার ও ৪০ হাজার ডলারের বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন। আদালতের নথি অনুযায়ী, আহমেদের কাছ থেকে অর্থ ও দামি উপহারের বিনিময়ে যে ব্যক্তি টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ঘনিষ্ঠ’ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টেফানি হিন্ডস এক বিবৃতিতে জানান, মামলায় প্রমাণ হয়েছে, সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস পেতে সিলিকন ভ্যালি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে ঘুষ দিয়েছে। আহমেদের বয়স ৪৫ বছর। ২০১৫ সালে তিনি টুইটার ছেড়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ই-কমার্স কোম্পানি অ্যামাজনে চাকরি নেন। তিনি সেখানে বসবাস করতেন। আদালতের নথি অনুযায়ী, আহমেদের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৬টিতে তিনি দোষী সাব্যস্ত হন। আহমেদের সাজা নিয়ে মন্তব্যের জন্য রয়টার্স ওয়াশিংটনে সউদী দূতাবাস এবং টুইটার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



 

Show all comments
  • MBS ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১২ এএম says : 0
    Bangladesh's Political Belief Systems Bangladesh has three main political parties with three different belief systems. The current ruling party, the AWL, believes in Hinduism. Jamaat Islam follows Bidats in the name of religion. The BNP exists between Hinduism and Bidats. The people of Bangladesh are currently suffering because of these selfish parties. If you talk to any Bengali for 10 minutes, you will notice that their belief system falls primarily into these three categories. Our goal is to eliminate shirk and bidat from all aspects of life so that we can succeed in both worlds. Islam and Shirk-Bidats are incompatible and cannot coexist. We need to understand that Islam did not come from Bangladesh, India, or Pakistan. Indian Muslims follow Shahrukh Khan, and Pakistani Muslims mainly follow Bidats; Bangladesh is in between. It is time to understand Surah Fatiha and get rid of Jahiliya. We cannot remain part of the people who deserve cursing because of their acts by knowing the facts and hiding or ignoring them. We need to follow the straight path and the guidance recommended by the oneness of God, Allah.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ