পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সউদী আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। কারাগারে দণ্ডিত ব্যক্তি আহমেদ আবু আম্মো। ডিজিটাল জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ জানায়, আহমেদ গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। তার অপরাধের মধ্যে রয়েছে বিদেশী সরকারের অবৈধ এজেন্ট হওয়া, মানি লন্ডারিং ও জালিয়াতি। প্রসিকিউটরেরা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে জানান, টুইটারে চাকরি করার কারণে আহমেদ ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য জানার সুযোগ পেয়েছিলেন। তিনি প্রায় সাত বছর আগে ১ লাখ ডলার ও ৪০ হাজার ডলারের বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন। আদালতের নথি অনুযায়ী, আহমেদের কাছ থেকে অর্থ ও দামি উপহারের বিনিময়ে যে ব্যক্তি টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ঘনিষ্ঠ’ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টেফানি হিন্ডস এক বিবৃতিতে জানান, মামলায় প্রমাণ হয়েছে, সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস পেতে সিলিকন ভ্যালি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে ঘুষ দিয়েছে। আহমেদের বয়স ৪৫ বছর। ২০১৫ সালে তিনি টুইটার ছেড়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ই-কমার্স কোম্পানি অ্যামাজনে চাকরি নেন। তিনি সেখানে বসবাস করতেন। আদালতের নথি অনুযায়ী, আহমেদের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৬টিতে তিনি দোষী সাব্যস্ত হন। আহমেদের সাজা নিয়ে মন্তব্যের জন্য রয়টার্স ওয়াশিংটনে সউদী দূতাবাস এবং টুইটার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।