মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে পাকিস্তানকে একহাত নিল ভারত। পাকিস্তানকে তুলোধোনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, যারা ওসামা বিন লাদেনের মতো জিহাদিকে অতিথি করে তাদের মুখে নীতিকথা মানায় না। কাশ্মির ইস্যুতে পাকিস্তানের খোঁচার জবাব জয়শংকর এভাবেই দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মির প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারতকে নিশানা করে তিনি বলেন, আপনারা যদি বহুত্ববাদের সাফল্য দেখতে চান, তাহলে কাশ্মিরে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লাগু করুন। প্রমাণ করুন, আপনাদের সভাপতিত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমাদের অঞ্চলে শান্তি ফেরাতে পারবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে জয়শংকর বলেন, যারা ওসামা বিন লাদেনের মতো জিহাদিকে অতিথি করে তাদের মুখে নীতিকথা মানায় না।
তিনি আরও বলেন, ভারত বরাবর বহুত্ববাদে এবং সংস্কারের পক্ষে। কিন্তু যারা পড়শি দেশের সংসদে হামলা চালায়, তাদের মুখে উপদেশ মানায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।