Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৫৫ এএম

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওয়াঘা-আটারি, ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।
হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে: ঐতিহ্য মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন ওয়াঘা-আটারি সীমান্তে, বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময়ের প্রথা প্রচলিত আছে। তবে গত বছর সীমান্তে ২৬ জানুয়ারির দিন তা দেখা যায়নি। এরপর ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে সেই ঐতিহ্য আবার বাস্তবের রূপ নিল। গতকাল বুধবার ওয়াঘা সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্স ও ভারতের বিএসএফ-এর তরফে মিষ্টি আদানপ্রদান করা হয়।
পাকিস্তানি রেঞ্জার্সরা সীমান্তে বিএসএফ আধিকারিকদের ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানান। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস ছাড়াও স্বাধীনতা দিবস, ঈদ, দোলের মতো অনুষ্ঠানে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তানের রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি আদান প্রদান করার রীতি প্রচলিত রয়েছে।
তবে গত কয়েক বছরে মূলত কাশ্মীরসহ সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি দেখা দেয়। এদিকে, সদ্য তাদের প্রকাশিত জাতীয় নিরাপত্তা নীতিতে পাকিস্তান সাফ জানিয়েছে যে, বাকি প্রতিবেশী দেশের মতো ভারতের সঙ্গেও আগামী ১০০ বছর তারা শান্তিপূর্ণ সহাবস্থান চায়। তারপর আজকের এই মিষ্টির আদান প্রদান আরও খানিকটা তাৎপর্য বাড়িয়ে দিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান-ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ