Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তাইওয়ানে একদিনে ২১টি বোমারু বিমান পাঠিয়েছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:১৬ পিএম

তাইওয়ানে ২৪ ঘণ্টায় ২১টি বোমারু বিমান পাঠিয়েছে চীন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এপির।
তাইওয়ান কর্তৃপক্ষ জানায়, তাদের বিমান প্রতিরক্ষা জোনে একদিনে প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান। এগুলোর মধ্যে ১৮টি এইচ-সিক্স বিমান। যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনে (এডিআইজেড) একদিনে ৫টির বেশি এইচ সিক্স পাঠানোর ঘটনা বিরল। তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে অঞ্চলটিতে রেকর্ড ১৬টি এইচ-সিক্স উড়িয়েছিল বেইজিং।
চীনের প্রধান দূরপাল্লার বোমারু বিমান এইচ-সিক্স। ২০১৬ এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে চীন। অঞ্চলটির বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার সপ্তাহখানেকের মধ্যেই এমন পদক্ষেপ নিলো বেইজিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ