পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির ৬ এমপির পদত্যাগপত্র গ্রহণের পর আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। রোববার (১১ ডিসেম্বর) রাতে আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনপির পদত্যাগ করা এমপিরা হলেন বগুড়া-৪ আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভুইঞা ও সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমিন ফারহানা।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা গেজেটে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়েছে। তবে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেও এখনও সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যকে তার পদ ছাড়তে হলে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়।
এর আগে, রোববার সকালে বিএনপির ৫ জন এমপি সশরীরে হাজির হয়ে ৬ জন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।