Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত নেতাকর্মীদের হত্যার বিচার চেয়ে গোলাপবাগে কফিন মিছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১১:০০ এএম

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার উদ্দেশ্যে শুক্রবার থেকেই দূর-দূরান্ত থেকে রাজধানীর যাত্রবাড়ীর গোলাপবাগ মাঠে উপস্থিত হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। শনিবার প্রথম প্রহরে (১০ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গুলিতে দলের নিহত নেতাকর্মীদের হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। লাশের কফিন নিয়ে সমাবেশ মাঠে ‘স্বৈরাচারীর পতন চাই’, ‘নুর আলম হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগরের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নেতাকর্মী।
স্লোগানে মিছিল করা নেতারা বলেন, ‘পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা শাওন প্রধান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের নেতা শহিদুল ইসলাম শাওন, বেনাপোল পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল আলিম, সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু, নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অমিত হাসান অনীক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল নেতা নয়ন, মোহাম্মদ ইউসুফ আব্দুল জব্বারসহ অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে।’
ঢাকা দক্ষিণ যুবদলের রাহাত খান নামের এক নেতা বলেন, পুলিশ নির্বিচারে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে অনেক আগেই। এখন তারা পুলিশ লীগ দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তা আর পারবে না।’
কফিন নিয়ে মিছিল করা সাজ্জাদ হোসেন নামে এক ছাত্রদল নেতা বলেন, ‘সরকারের নির্দেশে স্বৈরাচারী পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে। আমরা আর এর বিচার চাই না, আমরা নিজেরাই আমাদের ভাই হত্যার বিচার করবো।’



 

Show all comments
  • hassan ১০ ডিসেম্বর, ২০২২, ১১:৩১ এএম says : 0
    আপনারা কার কাছে বিচার চান যাদের কাছে বিচার চান তারাই তো হত্যা করেছে শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে যুদ্ধ করতে হয় আমরা যেমন পাকিস্তানের বিরুদ্ধে শক্তি দিয়ে যুদ্ধ করেছিলাম কিন্তু আমাদের দেশ আমরা স্বাধীন করতে পারি নাই আমাদেরকে আবার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে দেশটাকে স্বাধীন করতে হবে এবং আল্লাহর দ্বীন দিয়ে দেশ চালাতে হবে তাহলেই আমাদের মুক্তি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলাপবাগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ