Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাক্ষীর মৃত্যু হলো অভিযানে গিয়ে, পুলিশ বলছে হার্ট অ্যাটাক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৩ পিএম

পুলিশ অভিযান চালানোর সময় তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া সাক্ষী মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম খলিল খান (৪৫)। তিনি বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া খান বাড়ির বাসিন্দা মোকসেদ আলী খানের ছেলে। তিনি নগরের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, সন্ধ্যায় খলিল খানকে কাউনিয়া আমিনবাড়ী থেকে পুলিশ নিয়ে যায়। রাতে জানা যায় তিনি মারা গেছেন। স্বজনরা তার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে বুঝে নেন। হাসপাতালের কয়েকজন স্টাফ জানিয়েছেন, স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসার পর শুরুতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হতে দেখেছেন। স্বজনদের দাবি, পুলিশ জোরপূর্বক সাক্ষ্য দেওয়ার জন্য এক আসামির বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এতে মানসিক চাপে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে কথা বলে স্বজনরা ওই মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে স্বজনদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, আমিনবাড়ী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা পংকজের বাসায় অভিযানে যান তারা। পংকজের ঘর তল্লাশি করা হবে এজন্য একজন স্থানীয় সাক্ষীর প্রয়োজন হয়। স্থানীয় বাসিন্দা হিসেবে খলিল খানকে নিয়ে তার বাসায় যাই। তল্লাশি শুরু করার সময় খলিলের বুকে ব্যথা উঠে। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই পরিবারের বরাত দিয়ে আরও বলেন, খলিল খান আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি দুইবার গুরুতর অসুস্থ হয়েছিলেন। কয়েক দিন আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। তাই পরিবার তার লাশ নিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ