Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম মানবী শিরিনের আশা বিশ্বকাপ জিতবেন মেসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫৫ পিএম

বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তারের আশা এবার বিশ্বকাপ জিতবেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দুইভাগে বিভক্ত। এক ভাগ ব্রাজিলের অন্যভাগ আর্জেন্টিনার। ফুটবল তার পছন্দের খেলা হলেও দেশের দ্রুততম মানবী শিরিন অবশ্য সরাসরি কোনো দলকে সমর্থন করেন না। বিশ্বকাপের খেলা নিয়মিত না দেখলেও খবর ঠিকই রাখেন। কোন ম্যাচে কি হলো তা জেনে রাখার চেষ্টা করেন।

কোনো দলকে কট্টরভাবে সমর্থন না করলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত শিরিন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলাও তার ভালো লাগে। শিরিন মঙ্গলবার বলেন, ‘আমার বন্ধু-বান্ধব এবং গুরুজনের অনেকেই আর্জেন্টিনার সমর্থক। আমি নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করি না। তবে সুন্দর ফুটবল উপভোগ করি। মেসির খেলা খুব ভালো লাগে। রোনালদো স্টাইলিস্ট ফুটবলার। এ দুই তারকা বিশ্বজুড়ে সুন্দর একটা ইমেজ তৈরি করেছেন দারুণ ফুটবল খেলে, এটা খুবই আনন্দদায়ক।’ তিনি যোগ করেন,‘আমি যখন ফুটবল বুঝতে শিখেছি এবং মেসির খেলা দেখেছি তখন থেকেই তার খেলা ভালো লাগে। তাই আমি তার ভক্ত।’

বিশ্বকাপের খেলাগুলো দেখছেন কিনা? এ প্রশ্নের উত্তরে শিরিন বলেন ‘সব খেলা দেখতে পারি নাই। সকালে অনুশীলন থাকে বলে গভীর রাতের খেলা দেখা হয় না। তবে অন্য খেলাগুলো দেখেছি। গভীর রাতের খেলার খবর নেই সকালে। আমাদের সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপ। তাই অনুশীলনে বেশি মনযোগ এখন।’ তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়) অনেকে এক সঙ্গে বসে খেলা দেখি। আমি ২০১০ থেকে বিশ্বকাপের খেলা দেখছি। ওই বিশ্বকাপের কথা আমরা খুব মনে আছে। স্পেন ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।’

এবার কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? এই প্রশ্নে শিরিনের উত্তর,‘মেসির এটা শেষ বিশ্বকাপ। এবার না পারলে আর বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা হবে না তার। তাই আমি চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, মেসির হাতেই উঠুক ট্রফি। এই দৃশ্য দেখলে আমার ভালো লাগবে।’

কাতার বিশ্বকাপ এখন প্রায় শেষের পথে। ৩২ দলের টুর্নামেন্ট থেকে ২২ দল এরই মধ্যে ছিটকে পড়েছে। আজ (মঙ্গলবার) শেষ ষোল’র শেষ ম্যাচ। এরপর আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ। শেষ আটের খেলা শেষে ১৩ ও ১৪ ডিসেম্বর হবে দু’টি সেমিফাইনাল। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পরের দিন মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে কোন দু’টি দল খেলে এবং কারা জিতে নেয় মরুর দেশের বিশ্বকাপ তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ