Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১০:০৯ এএম

ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে নতুন করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। বিদ্যুৎ অবকাঠামোর ওপর এ হামলায় দেশজুড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাপোরিঝিয়ার বিভিন্ন ভবনে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করেছে এবং জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে।

বিবিসি জানায়, রাশিয়ায় দুইটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার কয়েকঘন্টা পর ইউক্রেনজুড়ে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। যদিও দু’য়ের মধ্যে যোগসূত্র থাকার কোনও লক্ষণ নেই।

রাশিয়ার ব্যাপক হামলার ফলে ইউক্রেনের ওদেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাকসিম মারশেঙ্কো।

বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপরও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি। ওদেসার বেশিরভাগ এলাকাতেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মারশেঙ্কো।

রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে একের পর এক নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর পশ্চিমা এবং ইউক্রেনীয় নেতারা এই যুদ্ধ কৌশলকে যুদ্ধাপরাধের তকমা দিয়েছেন। কারণ, রুশ বাহিনীর এ হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে।

তবে যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি অবকাঠামোকে নিশানা করা দীর্ঘদিন থেকেই যুদ্ধের কৌশল। ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের বিদ্যুৎ ব্যবস্থাকে নিশানা করেছিল এবং ন্যাটো বাহিনী ১৯৯৯ সালে সার্বিয়ার জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছিল।



 

Show all comments
  • aman ৬ ডিসেম্বর, ২০২২, ৩:১৫ পিএম says : 0
    রাশিয়া এ যুদ্ধে জয়ী হবে
    Total Reply(0) Reply
  • aman ৬ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ পিএম says : 0
    ইউক্রেন কোনোভাবেই এ যুদ্ধে জয়ী হতে পারবে না। এজন্য এখনই তারা যুদ্ধ বন্ধ করলে ভালো হবে
    Total Reply(0) Reply
  • Tutul ৬ ডিসেম্বর, ২০২২, ৩:২৭ পিএম says : 0
    ইউক্রেন এখনই যুদ্ধ বন্ধ করলেই ভালো হবে। কারণ এ যুদ্ধের কারণে বিশ্বে অন্যান্য সমস্যা হতে পারে
    Total Reply(0) Reply
  • Ahmed Abu Saleh ৬ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম says : 0
    এই যুদ্ধ রাশিয়ার বাহাদুরি কোথায়?
    Total Reply(0) Reply
  • জহিরুল ইসলাম ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম says : 0
    পশ্চিমারা ট্রাই করতেছে রাশিয়ার মিজাইল কি ফুরিয়ে গেছে কিনা, এজন্য রাশিয়ার ভিতর আঘাত করেছে, এটা আমার মনে হল, পশ্চিমারা যে আসলে বোধগম্যহীন এটা তাদের একটি পরিচয়, রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ, রাশিয়া এখানে কখনো হার মানবে না, রাশিয়া এখানে হার মানলে রাশিয়ার অস্তিত্বই থাকবে না, তাই রাশিয়া পারমাণবিক অস্ত্র যতক্ষণ আছে ততক্ষণ যুদ্ধ চলবেই, এটা আমার মন্তব্য,,,
    Total Reply(0) Reply
  • জহিরুল ইসলাম ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম says : 0
    পশ্চিমারা ট্রাই করতেছে রাশিয়ার মিজাইল কি ফুরিয়ে গেছে কিনা, এজন্য রাশিয়ার ভিতর আঘাত করেছে, এটা আমার মনে হল, পশ্চিমারা যে আসলে বোধগম্যহীন এটা তাদের একটি পরিচয়, রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ, রাশিয়া এখানে কখনো হার মানবে না, রাশিয়া এখানে হার মানলে রাশিয়ার অস্তিত্বই থাকবে না, তাই রাশিয়া পারমাণবিক অস্ত্র যতক্ষণ আছে ততক্ষণ যুদ্ধ চলবেই, এটা আমার মন্তব্য,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ