Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে ইমাম ও আলেম ওলামাদের মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে মায়ানমারে রুহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে রোববার আসরের নামাজ শেষে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলা শহরের মেইন রোডে এক বিশাল মানব বন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কাপাসিয়া বাজার জামে মসজিদ ও আশ পাশের মসজিদের ইমাম, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি ম-লীর সভাপতি ও বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: জালালউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মারুফ, মাওলানা জহিরুল হক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা উবায়দুল্লাহ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো: আলাউদ্দিন শেখ, মুফতি মোহাম্মদ আজমল হোসেন খাঁন, মাওলানা মুজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির এমদাদুল হক আরমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ