মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুলে সাবেক আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের হেজব-ই-ইসলামির অফিসে হামলা হয়েছে। তবে হেকমতিয়ারসহ সিনিয়র নেতাদের সবাই নিরাপদ রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার এই হামলা হয়।
হামলায় কয়েকজন প্রহরী আহত এবং দুই হামলাকারী নিহত হয়েছে বলে হেজব-ই-ইসলামি ও তালেবান সূত্র থেকে জানানো হয়েছে।
হেজব-ই-ইসলামি অফিসের পাশে অবস্থিত একটি মসজিদে হামলাটি হয়েছিল। তখন হেকমতিয়ারসহ দলের সিনিয়র নেতারা সেখানে ছিলেন। তবে তারা হামলায় কোনো ধরনের ক্ষতির মুখে পড়েননি। দলের বিবৃতিতে এবং তার নাতি ওবায়দুল্লাহ বাহির বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবানের একটি সূত্র জানায়, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি এনে অফিসের সামনে উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই দুই হামলাকারী মসজিদে প্রবেশ করার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা ও অন্যান্য ধরনের আক্রমণ হয়েছে। এগুলোর জন্য আইএসের উগ্রাবাদীদের দায়ী করা হচ্ছে। বুধবার উত্তর আফগানিস্তানে একটি মাদরাসায় হামলা হলে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়। সূত্র : জিও নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।