বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর দৌলতপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম রুবেল (২৮)। তিনি খালিশপুর হাউজিং এলাকার আকবর আলীর ছেলে এবং পেশায় একজন নরসুন্দর ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস দৌলতপুর স্টেশন পার হওয়ার সময় রুবেলও রেলক্রসিং পার হচ্ছিল। এ সময়ে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ তার দ্বিখন্ডিত লাশ উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির আহমেদ জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।