Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসংখ্য মানুষের ভালোবাসায় কাতারে উড়ছে ফিলিস্তিনের পতাকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম

চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম ছোট দেশগুলোর একটি কাতারে। মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে উপসাগরীয় এই দেশটিতে আয়োজিত বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্টকে কাতার বেশ জাঁকজমক ভাবেই ফুটিয়ে তুলছে।

এমনকি বিশ্বকাপের মাঝে ফুটবল দর্শক ও পর্যটকদের কাছে ইসলাম প্রচারের পাশাপাশি ফিলিস্তিনি সংকটকেও বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ দিচ্ছে কাতার। আর এরই অংশ হিসেবে কাতার বিশ্বকাপজুড়ে মানুষের ভালোবাসায় স্টেডিয়াম-রাস্তাসহ বহু জায়গায় উড়তে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে চলমান এই বিশ্বকাপে ফিলিস্তিন ইস্যুটি এখন পর্যন্ত বেশ শক্তিশালী সমর্থন এবং স্বীকৃতি পেয়েছে। বহু ফুটবল ভক্ত বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করছেন।

সারা বিশ্বই দেখছে, ফিলিস্তিনিরা বিভিন্ন ভেন্যু এবং ফুটবল ম্যাচে ছোট-বড় সকল আকারের পতাকা হাতে রেখে ও সেগুলো উড়িয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন।

এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের চলমান নৃশংস দখলদারিত্বের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতি প্রদর্শন করেছেন অন্যান্য আরব দেশের নাগরিকরাও।

ফিলিস্তিন ছাড়া অন্যান্য জাতীয়তার আরবরাও বিশ্বকাপের ম্যাচগুলোর পাশাপাশি রাস্তায়ও ফিলিস্তিনি পতাকা নেড়ে তাদের সংহতি দেখিয়ে চলেছেন।

বিশ্বকাপ উপলক্ষে কাতারে যাওয়া ফিলিস্তিনিরা সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, এই টুর্নামেন্ট তাদের ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনি সংস্কৃতি ও ইতিহাসকে (সারা বিশ্বের সামনে) তুলে ধরার সুযোগ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ