মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তঃসীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানে গিয়ে সে দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার হিনা রাব্বানি পাকিস্তান যান।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইসলামাবাদের সাথে মাসব্যাপী যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করার এক দিন পর তিনি আফগানিস্তান গেলেন। যুদ্ধবিরতি বাতিল করার ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
একইসাথে পাকিস্তান তালেবান নামে পরিচিত টিটিপি প্রায় এক যুগ ধরে পাকিস্তানের বিরুদেধ লড়া করছে। তাদের মূল দাবি, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
আফগান তালেবানের সাথে আদর্শগত মিল থাকা পাকিস্তান তালেবান সোমবার পাকিস্তানজুড়ে হামলা চালাতে তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। গ্রুপটি এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এলাকায় মুজাহিদিনদের বিরুদ্ধে হামলা চালানো হতে থাকায় সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছে।
গত এপ্রিলে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালালে কাবুল ও ইসলামাবাদ তিক্ত বাক্য বিনিময় করে।
পাকিস্তান অভিযোগ করছে, টিটিপি আফগানিস্তানে নিরাপদে থাকতে পারছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে আফগান তালেবান পাকিস্তান সরকারের সাথে পাকিস্তান তালেবানের শান্তি আলোচনার ব্যবস্থা করে দিয়েছিল। সূত্র : আলজাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।