Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই বছরেও জোড়া লাগেনি ভাঙা সেতু, লক্ষাধিক মানুষের দুর্ভোগ প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সরিষাবাড়ী( জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৪:০৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ঝিনাই নদীর ভাঙা সেতু জোড়া কিংবা পুনর্নির্মাণ হয়নি দুইবছর চারমাসেও। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো প্রতিকার না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ভাঙা সেতুর সামনে নদীর তীরে সহস্রাধিক মানুষ এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২০ সালের ২১ জুলাই প্রবল বন্যায় পানির স্রোতে ঝিনাই নদীর ওপর নির্মিত শুয়াকৈর সেতুটি মাঝ বরাবর ভেঙে যায়। তারপর থেকেই উপজেলার প্রায় ২০টি গ্রামসহ পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েন। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের সেতু দিয়ে স্থানীয়দের চলাচল করতে হচ্ছে। ফলে চরাঞ্চলে উৎপাদিত ফসল শহরাঞ্চলে নিতে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হয়। এলাকাবাসী বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পায়নি বলেও মানববন্ধনে এলাকাবাসী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আলহাজ তালেব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ২০০৩-০৪ অর্থবছরের অধীন শুয়াকৈর-হুদুর মোড় এলাকায় ঝিনাই নদীর ওপর দুইশ' মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০০৬ সালে নির্মিত হয়। সেতুর নিচ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে বন্যার স্রোতে ভেঙে যায় সেতুর মাঝ বরাবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ