Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের বায়ুদূষণ নিয়ন্ত্রণ উদ্যোগে ব্যাপক সাফল্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৬:১২ পিএম

চীনের পরিবেশ বিজ্ঞান অ্যাকাডেমির প্রেসিডেন্ট লি হাইশেং বলেছেন, ২০১৩ সাল থেকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ জোরদার করার মধ্য দিয়ে চীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার মধ্যে ‘উভয়ের জন্য উপকারী’ ভারসাম্য অর্জন করেছে।

অনলাইন প্লাটফর্মে বৃহস্পতিবার অনুষ্ঠিত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিবেশ বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রধানদের বার্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

লি বলেন, চীন বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ২০১৩ সালে একটি জাতীয় অভিযান শুরু পর সারা দেশের সব অঞ্চলে বায়ুর গুণমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

উপাত্ত উপস্থাপন করে তিনি বলেন, ওই অভিযান শুরু হওয়ার পর ৭৪টি প্রধান শহর পিএম২.৫ অর্থাৎ আড়াই মাইক্রোমিটার বা তার কম ব্যাসের কণা নিরীক্ষণ করতে শুরু করে এবং তারা দেখতে পায় গত ১০ বছরে দূষণকারীর পদার্থের ঘনত্ব ৫৬ শতাংশ কমে এসেছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ