Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দশকের হিমায়িত ভ্রƒণ থেকে যমজ শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

৩০ বছরের বেশি সময় ধরে হিমায়িত থাকা ভ্রƒণ থেকে জন্ম হয়েছে যমজ শিশুর। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ওই ঘটনা নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি জানিয়েছে, ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে ওই ভ্রূণ হিমায়িত ছিল। গত ৩১ অক্টোবর তাদের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার জানিয়েছে, গত ৩১ অক্টোবর লিডিয়া ও টিমোথির জন্ম হয়েছে। র‌্যাচেল নামে এক নারী ওই যমজের জন্ম দিয়েছেন। অবশ্য আগে থেকেই তার চার সন্তান রয়েছে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে যে কেউ তাদের ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলে সেখান থেকে ভ্রƒণের মান, বয়স ও ভ্রƒণদাতা সম্পর্কে জেনে তা নিতে পারেন। এ জন্য কোনো অর্থ খরচ করতে হয় না। ফিলিপ এবং র‌্যাচেল দম্পতির ইচ্ছা ছিল, ওই রকম হিমায়িত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়া। যদিও তাদের ঘরে আগে থেকেই চার সন্তান রয়েছে; যাদের একজনের বয়স ৮, একজনের ৬, আরেকজনের ৩ এবং সবচেয়ে ছোটটির বয়স ২ বছর। এদের কেউ-ই অবশ্য দাতাদের কাছ থেকে নেওয়া ভ্রƒণ থেকে জন্ম নেয়নি। ফিলিপ জানিয়েছেন, আমাদের চার সন্তান রয়েছে আগে থেকেই। তার পরেও একটি বড় পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমি আইভিএফ পদ্ধতি বেছে নিয়েছিলাম। র‌্যাচেল জানান, তারা ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে গিয়ে জানতে পারেন, সেখানে ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে একটি ভ্রƒণ সংরক্ষিত রয়েছে। তবে ভ্রƒণদাতার নাম অজানা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমজ

৩০ অক্টোবর, ২০২১
১০ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ