Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমজ মেয়েদের নিয়ে বাড়ি ফিরলেন ৭৪ বছরের সেই মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৬ পিএম

সন্তানের জন্য আকাঙ্খার শেষ ছিলো না রাজা রাও আর তার স্ত্রী মঙ্গয়াম্মার। কিন্তু প্রাকৃতিকভাবে তারা সন্তানের মুখ দেখতে ব্যর্থ হয়ে বিজ্ঞানের সাহায্য নেন। ৭৪ বছরে আইভিএফ-এর মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়ে নতুন দৃষ্টান্ত গড়লেন অন্ধ্র প্রদেশের মঙ্গয়াম্মা। রোববার হাসপাতাল থেকে দুই মেয়েকে কোলে নিয়ে ঘরে ফিরেছেন তিনি। বর্তমানে মা এবং তার দুই সন্তান ভালো আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মেয়েদের নিয়ে মঙ্গয়াম্মা আর তার ৮০ বছর বয়সী স্বামী রাজা রাও উঠেছেন এক আত্মীয়ের বাড়িতে। এর আগে শোনা গেছিল, রাজা রাও নাকি এই পদ্ধতিতে চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই খবর নস্যাৎ করে দিয়েছেন। তারা জানান, হৃদরোগ নয়, ৮০ বছরের রাজা ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাকে নজরে রাখতেই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। যথেষ্ট কর্মঠ হলেও স্বাস্থ্যের নিরাপত্তা ও নজরদারির খাতিরে মঙ্গায়াম্মাকেও রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। যদিও দু-জনের কারোরই বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়েনি। একইভাবে সংক্রমণ এড়াতে দুই যমজ কন্যা সন্তানকেও সদ্যজাত আইসিইউ-তে রাখা হয়েছিল বলে জানান ডা, উমা শঙ্কর। বর্তমানে মা ও মেয়েরা ভালো আছেন।
এদিকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নতুন বাবা-মা রাজা ও মঙ্গয়াম্মা উঠেছেন তাদের ভাইঝি ল²ীর বাড়িতে। ল²ী জানিয়েছেন, তাদের পরিবারের সবাই এই দম্পতির দেখভালের জন্য উদগ্রীব। পাশাপাশি, সন্তানদেরও দেখাশোনা ও বড় করে তোলার দায়িত্ব এক্ষুণিই তিনি ছেড়ে দিতে চাইছেন না প্রবীণ দম্পতির হাতে।
শরীরের বয়স বাড়লেও মনের বয়স না বাড়ায় এই বয়সে এসেও এই দম্পতি গত কয়েক বছর ধরেই সন্তানের জন্য চেষ্টা করে গেছেন। শেষে প্রাকৃতিক উপায়ে সম্ভব না হওয়ায়, তারা আইভিএফ পদ্ধতি গ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে গর্ভধারণ করেন মঙ্গয়াম্মা। গত ৫ সেপ্টেম্বর যমজ সন্তানের জন্ম দেন ৭৪ বছর বয়সী এই নারী। এর মাধ্যমে রাজা আর মঙ্গয়াম্মা বিশ্বের প্রবীণতম মা-বাবা হিসাবে নতুন রেকর্ড তৈরি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমজ মেয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ