Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো নির্মিত হচ্ছে ঈদের বিশেষ ধারাবাহিক যমজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

মোশাররফ করিম অভিনীত ঈদের বিশেষ ধারাবাহিক ‘যমজ’-এর এ পর্যন্ত ১৪টি সিক্যুয়াল নির্মিত হয়েছে। দর্শকপ্রিয়তার কারণেই প্রতি ঈদে এ ধারাবাহিকটি নির্মিত হয়। এবারের ঈদেও এর ১৫তম সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। এ ধারবাহিকে একসঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। শুধু দ্বৈত চরিত্র নয়, আরও একাধিক চরিত্রে তাকে দেখা যায়। এবারের সিক্যুয়ালে মোশাররফ করিমের সাথে দেখা যাবে অভিনেত্রী ফারিয়া শাহরিনকে। এর মাধ্যমে ফারিয়া শাহরিনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ফারিয়া শাহরিন বলেন, অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে যমজ-১৫ নাটকে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। আমি দারুণ খুশী। উল্লেখ্য নাটকটি রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। পরিচালনা করছেন আজাদ কালাম। এ মাসের দ্বিতীয় সপ্তাহে নাটকটির শুটিংশুরু হবে। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি। এরপর ইউটিউবে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের বিশেষ ধারাবাহিক যমজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ