কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে অনেকগুলো জোরালো আক্রমণ সাজায়, যার বেশ কয়েকটি প্রতিপক্ষ রক্ষণভাগ আটকে দেয়। আর কয়েকটি মদ্রিচর একেবারে শেষে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে।
বুধবার কাতারের আল বাইত স্টেডিয়ামে ০-০ সমতায় শেষ হয়েছে ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের।শুরু থেকেই সমানে সমানে লড়তে থাকে দুই দল।যার প্রমাণ পাওয়া যায় এই পরিসংখ্যানে।
প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল রেখেছে ক্রোয়েশিয়া, মরোক্কো রেখেছে ৪১ শতাংশ। ক্রোয়েশিয়ার নেওয়া ৪টি কিকের একটি টার্গেটে গেলেও গোল হয়নি। এছাড়া মরোক্কোর ৫টি কিকের একটিও অন-টার্গেটে ছিলো না।
পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক হয়ে উঠে ক্রোয়েশিয়া। একের পর এক আক্রমণে মরক্কো রক্ষণভাগেকে ব্যস্ত রাখে মদ্রিচ-পেরিসিচরা। চাপ সামলে মরক্কোও দুই একবার কাপন ধরিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়াকে,তবে চূড়ান্ত সফলতা পায়নি আরব দেশটি। বিশেষ করে ৬৪ মিনিটে ফ্রি কিকে লিড নেয়ার সুযোগ পেয়েছিল মরক্কোও। কিন্তু হাকিম জিয়েখের বল ঠেকিয়ে দেন লিভাকোভিচ।
ম্যাচের ৭৮ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান মরক্কোর মিড ফিল্ডার আমরাবাত। শেষ দিকে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে জালে বল পাঠাতে পারেনি কোনো দল। ফলে গোলশূন্যতে ড্রতে শেষ হয় 'এফ' গ্রুপের এই লড়াই।