Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় স্কুলছাত্রীর যৌন হয়রানির ভিডিও ফেসবুকে প্রচার

দুই কিশোর গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৪:১৮ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এর আগে গত সোমবার দিনগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। এর মধ্যে ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।


এসব তথ্য নিশ্চিত করে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মোবিন খান।

তিনি জানান , গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় হয়রানিকারী দুই কিশোর৷ ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেফতার কর হয়। দু'জনই কৃত অপরাধের কথা স্বীকার করায়
তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ